logo
ads

সুদানে ভূমিধসে গ্রাম নিশ্চিহ্ন, নিহত সহস্রাধিক

যাপ্র আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশকাল: ২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ এ.এম
সুদানে ভূমিধসে গ্রাম নিশ্চিহ্ন, নিহত সহস্রাধিক

ছবি: সংগৃহীত

সুদানের পশ্চিমাঞ্চলীয় মারারা পর্বতমালায় ভয়াবহ ভূমিধসে একটি গ্রাম সম্পূর্ণ মাটির নিচে চাপা পড়েছে। এতে অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম ও সেনাবাহিনী জানিয়েছে।

টানা কয়েক দিনের ভারি বৃষ্টির পর গত ৩১ আগস্ট ভূমিধসের ঘটনা ঘটে। সেনাবাহিনীর দাবি, অলৌকিকভাবে মাত্র একজন ব্যক্তি জীবিত উদ্ধার হয়েছেন।

বিদ্রোহী সংগঠন সুদান মুক্তি আন্দোলন (এসএলএ) নেতা আবদেলওয়াহিদ মোহাম্মদ নুর জানান, নারী, পুরুষ ও শিশুসহ পুরো গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর কাছে মরদেহ উদ্ধারে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

মারারা পর্বতমালা উত্তর দারফুরের সংঘাতপূর্ণ এলাকায় অবস্থিত। সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর লড়াই থেকে পালিয়ে বহু মানুষ সেখানে আশ্রয় নিয়েছিলেন। আগে থেকেই খাবার ও ওষুধের তীব্র সংকটে ভুগছিলেন তারা।

দুই বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে ইতোমধ্যেই সুদানের অর্ধেক জনগোষ্ঠী খাদ্যসংকটে পড়েছে এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। রাজধানী আল-ফাশিরসহ বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সূত্র: সিএনএন

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ